আন্তর্জাতিক ডেস্ক

  ২২ ডিসেম্বর, ২০১৮

রাখাইনে ফের রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান

সহিংসতাকবলিত রাখাইন রাজ্যে নতুন করে শুদ্ধি অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। দুই স্থানীয় বৌদ্ধ হামলার শিকার এবং আরো দুজন নিহত হওয়ার পর এ অভিযান শুরু হয়েছে। দুই হামলার একটির জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করা হচ্ছে। মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় থেকে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। মংডু শহরতলির পিও মা খাঁড়ি বরাবর গত ১৭ ডিসেম্বর এ দুটি সহিংস ঘটনা ঘটেছে। গত বছর ওই একই এলাকা থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভিযান শুরু হয়। জাতিসংঘের ভাষায় ওই জাতিগত নিধন অভিযানে সাত লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জবরদস্তিমূলক রোহিঙ্গাদের বিতরণের ঘটনার সময় গণহত্যার অভিযোগে মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ফের সক্রিয় হয়েছে। পিউ মা খাঁড়ি বরাবর তারা ফের শুদ্ধি অভিযান চালিয়েছে।

সেনাপ্রধানের কার্যালয় জানায়, রাখাইনের দুই বৌদ্ধ মাছ শিকারে গিয়ে ফিরে আসেননি। পরবর্তীতে খাঁড়ির তীর থেকে গলাকাটা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন বৌদ্ধ সম্প্রদায়ের দুই ব্যক্তির ওপর খাঁড়িতে মাছ শিকারের সময় ছয় বাংলাভাষী লোক হামলা চালায়। তারা প্রাণে বেঁচে এলেও হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি মিয়ানমার কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close