নিজস্ব প্রতিবেদক

  ২১ ডিসেম্বর, ২০১৮

পুনঃতফসিল হবে ফজলে রাব্বি চৌধুরীর আসনে

ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত সভাপতি টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত করে পুনঃতফসিল করবে নির্বাচন কমিশন। গাইবান্ধা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সেবাস্টিন রেমা গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের সংবাদকে বলেন, ‘যেহেতু প্রার্থী মারা গেছেন, আমরা ডেথ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছি। সেটা পেলেই কমিশনকে অবহিত করব। সেক্ষেত্রে পুনঃতফসিল করতে হবে।’

গাইবান্ধা-৩ আসনের ছয়বারের এমপি ফজলে রাব্বি চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। গত বুধবার রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই মন্ত্রীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দলের নেতারা জানান। নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন বলেন, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন বন্ধ রাখার বিধান রয়েছে। আইন অনুযায়ী ওই আসনে পুনঃতফসিল করতে হবে। সেক্ষেত্রে বর্তমানে যারা প্রার্থী রয়েছেন তারা বহাল থাকবেন, নতুন প্রার্থীও আসতে পারবেন।’ এই পরিস্থিতিতে আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে দেশের ২৯৯ আসনে। বাকি এক আসনে ভোটের তারিখ পুনঃতফসিলের সময় ঘোষণা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close