চট্টগ্রাম ব্যুরো

  ২০ ডিসেম্বর, ২০১৮

নাশকতার মামলা

আইনজীবীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রামে নাশকতার একটি মামলায় মো. জসিম উদ্দিন সরকার নামের একজন আইনজীবীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়–য়া বলেন, লোহাগাড়া থানায় দায়েরকৃত নাশকতার অভিযোগের একটি মামলায় জসিম উদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর লোহাগাড়া থেকে জামায়াত সমর্থিত আইনজীবী জসিম উদ্দিন সরকারকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত ১২ ডিসেম্বর জসিমকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close