কুষ্টিয়া প্রতিনিধি

  ২০ ডিসেম্বর, ২০১৮

কুষ্টিয়ায় ইনুর মিছিলে বোমা হামলায় আহত ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে নৌকার মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে। জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারার ৩ নম্বর ব্রিজ এলাকা থেকে কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়ের নেতৃত্বে নৌকা এবং হাসানুল হক ইনুর পক্ষে মিছিল বের হয়। মিছিলটি নওদাপাড়া এলাকার ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন পাঁচজন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এক জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। আহতরা হলেন ভেড়ামারার কাচারীপাড়া গ্রামের শাহিন আলীর পুত্র সাব্বির, চাঁদগ্রাম এলাকার বসির উদ্দীনের পুত্র রাজিব, ঈদগাঁপাড়ার সারেফার পুত্র মারুফ, বামনপাড়ার হামিদুল ইসলামের পুত্র আকাশ ।

ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত বোমা এবং একটি অবিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে। বোমা হামলার ঘটনায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী বাদী হয়ে ৮৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন জানিয়েছেন, নৌকার মিছিলে বোমা হামলার ঘটনাটি পরিকল্পিত। মহাজোট মনোনীত প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনী প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান। কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন জানান, জাতীয় ঐক্যফ্রন্ট আগামী একাদশ সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে এ হামলার ঘটনা ঘটিয়েছে। জেলা প্রশাসনের উচিত হবে এসব ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় আনা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close