নিজস্ব প্রতিবেদক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনের ফল ব্যবস্থাপনায় সতর্ক থাকার নির্দেশ ইসির

একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের সময় সতর্ক থাকতে নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনার কাজে নিয়োজিতদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কারিগরি বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান এমন নির্দেশনা দেন তিনি।

প্রশিক্ষণে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়্যার-সংক্রান্ত বিষয়ে অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হয়। কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেওয়া নিশ্চিত করতে হবে। খেয়াল রাখতে হবে নির্বাচন কমিশন যেন কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে না পড়ে। তিনি বলেন, কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি করতে পারে। এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এসব কারণে ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা নিতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেন রফিকুল ইসলাম। প্রবাদের উল্লেখ করে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। ভোটের ফলাফল ঘোষণাটাই হলো ভোটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের এ দায়িত্বটি ভালোভাবে পালন করতে হবে। আর এ জন্য আপডেটেড সফটওয়্যার, যার মাধ্যমে ফলাফল পাওয়া যায় সে সম্পর্কে সবাইকে ভালো ধারণা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক। জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর কর্মচারীদের আটটি ব্যাচের ২০০ জন এতে অংশ নেন।

এর আগে, মোট ৬৭৫ জনকে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close