হবিগঞ্জ প্রতিনিধি

  ১৬ ডিসেম্বর, ২০১৮

সাংবাদিকদের ড. রেজা কিবরিয়া

বাবা জীবিত থাকলে তিনি আওয়ামী লীগ করতেন না

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা জীবিত থাকলে আওয়ামী লীগ করতেন না। তার স্বপ্ন পূরণ করতেই আমি বড় চাকরি ছেড়ে দিয়ে এমপি প্রার্থী হয়ে আপনাদের সেবায় এসেছি। আমি এমপি নির্বাচিত হলে ভিক্ষার জন্য কারো কাছে হাত পাততে হবে না। গতকাল শনিবার বিকেলে বাহুবলের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া বলেন, দেশ-বিদেশ ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছি নবীগঞ্জ-বাহুবলের জনগণের ভাগ্য উন্নয়নে তা কাজে লাগাতে চাই। আমরা ক্ষমতায় গেলে এদেশের রাজা প্রজার স্টাইল বদলিয়ে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘সাড়ে ৫ হাজার টাকা ঋণখেলাপি দেখিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে ৫ হাজার কোটি টাকার ঋণখেলাপি রেখেও জনৈক প্রার্থীকে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছিল।’ তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, ওরা আমাদের ভয় পায়। তাই ড. কামাল হোসেন, আ স ম রব ও আমার ওপর হামলা চালায়। আমরা ভীরু নই, হামলা-মামলা আমরা ভয় পাই না। দেশ এখন অন্ধকারে। ৩০ ডিসেম্বরের পর আলোতে আসবে আমাদের এ প্রিয় দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close