বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১৫ ডিসেম্বর, ২০১৮

রাজশাহীতে ক্যানসার আক্রান্ত সাংবাদিককে অর্থসহায়তা

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি উত্তরা প্রতিদিন-এর সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর চিকিৎসা সহায়তায় এবার এগিয়ে এসেছে সংগঠনটির পুঠিয়া উপজেলা শাখা। গতকাল শুক্রবার পুঠিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জেলা কমিটির নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাৎক্ষণিকভাবে অর্থসহায়তা প্রদান করেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান (এমবিবিএস ডিএ) এবং রিজিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এস এম আব্দুর রহমান। এর আগে গত ৫ ডিসেম্বর সিনিয়র এই সাংবাদিকের চিকিৎসা সহায়তায় তার পরিবারের হাতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার কল্যাণ ফান্ড হতে এক লাখ টাকা দেওয়া হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া উপজেলা শাখার সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কমিটির সভাপতি রফিক আলম। সংগঠনটির পুঠিয়া শাখার সদস্য এস এম শামসুজ্জোহার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এইচ এম তরিকুল, সাংগঠনিক সম্পাদক মোশারাফ হোসেন খান ও জনকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম বনি। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনটির পুঠিয়া শাখার সহসভাপতি এস আর জাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাসানুল ইসলাম, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান তুহিন, সদস্য তারেক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর রোগমুক্তি কামনা করে তার চিকিৎসা সহায়তায় সব সাংবাদিক ও সমাজের বিত্তবানসহ সর্বস্তরের ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৪ সেপ্টেম্বর হতে ভারতের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close