নিজস্ব প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে ইসিতে ববির নালিশ

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এবং একাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) নালিশ জানিয়েছে ঢাকা-৬ আসনের মুসলিম লীগের প্রার্থী ধনকুবের মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘ফিরোজ নৌকা প্রতীককে কাজে লাগিয়ে আমার নির্বাচনের অফিস ভাঙচুর করেছে।’ ইসিতে অভিযোগ দেওয়া এই প্রার্থী জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। বনিব

না না হওয়ায় পরে নতুন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি নামে একটি দল গঠন করে তার চেয়ারম্যান হন তিনি। এবার বাংলাদেশ মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে ঢাকা-৬ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল বুধবার কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানানোর পর গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে সাবেক রাজনৈতিক সহকর্মীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন।

সাংবাদিকদের ববি হাজ্জাজ বলেন, ‘আমাদের ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রত্যেকের কাছ থেকেই প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছি। গত মঙ্গলবার মধ্যরাতে আমার প্রতিপক্ষ ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশিদ আমার গেন্ডারিয়ার দফতর ভাঙচুর করেন। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি-ধমকি দিচ্ছেন এবং সঙ্গে নির্যাতন করছেন।’

ববি হাজ্জাজ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে না পেরে সচিবের কাছে চিঠি দিয়ে এসেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close