নিজস্ব প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

আলোচনায় ডা. আফতাব

জীবন নিয়ন্ত্রণই রোগমুক্তির সঠিক সিদ্ধান্ত

নিজেকে নিয়ন্ত্রণ ও জীবনকে নিয়ন্ত্রণ করাই রোগমুক্তির সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ডা. আফতাব উদ্দিন। তিনি বলেন, নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারলে দুঃখ- কষ্ট-যন্ত্রণায় ভোগে পরপারে বিদায় নিতে হবে। নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রতি নিজেই সচেতন হতে হবে। এটাই রোগ মুক্তির জন্য সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। ইউনিভার্সেল হেলথ কাভারেজ ডে উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের মানুষকে স্বাস্থ্যের জন্য ৬৪ শতাংশ খরচ নিজ পকেট থেকে বহন করতে হয়। স্বাস্থ্যসংক্রান্ত বর্ধিত ব্যয়ের কারণে প্রতি বছর আমাদের দেশে ৬৪ লাখ লোক দরিদ্রতার শিকার হচ্ছে। জনগণকে এই আর্থিক ঝুঁকি থেকে রক্ষার জন্য স্বাস্থ্য খাতে আরো বিনিয়োগ করে দেশের সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আলোচনা সভায় অধ্যাপক ডা. ইয়াসমিন বলেন, মেডিকেল শিক্ষা পদ্ধতিতে শিক্ষানবিশদের স্বাস্থ্য উন্নয়ন ও রোগ প্রতিরোধমূলক বিষয়বস্তুর ওপর জোর দিতে হবে, শিক্ষাদান পদ্ধতিকে কমিউনিটিভিত্তিক এবং সমন্বিত করতে হবে। আধুনিক স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকল্প স্বাস্থ্যসেবাকেও মূলধারার স্বাস্থ্য ব্যবস্থায় মূল্যায়নে আনতে হবে। অনুষ্ঠানে আরো ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার সাবেক উপদেষ্টা প্রফেসর এম মোজাহেরুল হক, ভাইস চেয়ারম্যান ডা. আফতাব উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ও সংস্থার ভাইস চেয়ারপারসন অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close