নিজস্ব প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০১৮

র‌্যাবের অভিযান

বর্ণালী ফার্মাসিউটিক্যালে নিষিদ্ধ ওষুধ জব্দ, জরিমানা

রাজধানীর তুরাগের বামারটেক এলাকার বর্ণালী ফার্মাসিউটিক্যালে অভিযান চালিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে বেসরকারি ওই ওষুধ কারখানা থেকে এক কোটি টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া কারখানার মালিককে আট লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলাগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র‌্যাব-১-এর সহায়তায় চালানো এ অভিযানে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১-এর মেজর রাকিবুজ্জামান জানান, গোপন তথ্যে ওই ফার্মাসিউটিক্যালে অভিযান চালানো হয়। অভিযানকালে আদালত দেখতে পায়, বিপুল পরিমাণে নিষিদ্ধ ওষুধ উৎপাদন করে কারখানায় মজুদ করা হয়েছে। পরে মালিক দোষ স্বীকার করলে আদালত তাকে আট লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া প্রায় এক কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। জব্দ করা বিপুল এই ওষুধ তিনটি ট্রাকে করে মাতুয়াইল ডাম্পিং স্টেশনে নিয়ে ধ্বংস করা হয়। আদালতের নির্দেশে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close