সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০১৮

সীতাকুণ্ডে ফ্যাক্টরিতে হামলা আহত ২ অস্ত্রসহ আটক ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন ফ্যাক্টরি এস্কেভেটরের চালক হেলাল উদ্দিন (২৩) ও নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম (২৭)। এ ঘটনায় পুলিশ চার সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে বলে জানিয়েছেন থানার তদন্তকারী কর্মকর্তা মো. কায়েমুল ইসলাম। গত সোমবার রাতে উপজেলার বাড়বকু- মান্দারিটোলা গ্রামের সাগর উপকূল এলাকায় এ ঘটনা ঘটে। আটকদের বিরুদ্ধে গত ১ ডিসেম্বর শনিবার চাঁদা চাওয়ার অভিযোগে একটি অভিযোগ দায়ের করেছিল ফ্যাক্টরি কর্তৃপক্ষ। আটকরা মুরাদপুর ইউনিয়নের দোয়াজী পাড়া গ্রামের আবু বক্করের ছেলে রায়হান উদ্দিন (৩০) ও আবুল কাশেমের ছেলে ইমাম হোসেন (২৫) এবং বাকি দুজনের নাম পুলিশ জানাতে পারেনি।

জানা যায়, বাড়বকু- মান্দারিটোলা সাগর উপকূল এলাকায় অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্লান্ট-২ এ উপজেলার মুরাদপুর এলাকার রায়হান উদ্দিন রায়হানের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করে। গত সোমবার সন্ধ্যায় রায়হানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে স্থানীয়রা অস্ত্র, গাড়িসহ পাঁচজনকে আটক করে। পরে সীতাকু- থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ সন্ত্রাসীদের থানায় নিয়ে আসে। জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্লান্ট -২-এর এডমিন সোহেল সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সীতাকু- থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমরা বাড়বকু- এলাকায় একটি ফ্যাক্টরিতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় রায়হানসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close