নিজস্ব প্রতিবেদক

  ৩০ নভেম্বর, ২০১৮

নির্বাচন কমিশনের সমালোচনায় বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন। একই সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে। সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’ গতকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব অভিযোগ করেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্টসহ ২০-দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। নেতাকর্মীদের মনোনয়নপত্র জমা দিতে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। ছোট থেকে বড় সবাইকে মামলায় আসামি করা হচ্ছে। অনেকেই নিখোঁজ হচ্ছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। কয়েক দিন ধরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়ি পুলিশ ঘিরে রেখেছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close