ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০১৮

বিএনপির সময় বিচার বিভাগ স্বাধীন ছিল না : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির সময় বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে ছিল। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসিনা আক্তারের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির সময় বয়স বৃদ্ধি করে প্রধান বিচারপতি ও প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময় এখন আর নেই। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা অত্যন্ত সুচিন্ত রায় দিয়েছেন। আমার মনে হয় সেটাই আইন। সেটাকে মেনে চলা উচিত। সেখানে আওয়ামী লীগ বা কোনো নেতার হস্তক্ষেপের সুযোগ ছিল না। মনোনয়ন জমাদানকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, রুহুল আমীন ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র এরান উদ্দিন জুয়েল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close