নিজস্ব প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০১৮

ইসিকে ক্ষমতার শতভাগ ব্যবহার করতে হবে : বি চৌধুরী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তফ্রন্ট অংশ নেবে বলে আবারো জানিয়েছেন জোটের শীর্ষ নেতা ও বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শনিবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তফ্রন্টে যোগদান অনুষ্ঠানে বি চৌধুরী এ কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনকে তার ক্ষমতার শতভাগ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি। বদরুদ্দোজা চৌধুরী বলেন, নির্বাচনে যাব, নির্বাচন হতে দিব না। এই নেগেটিভ মনোভাব নিয়ে আমরা থাকতে চাই না। আমরা নির্বাচনে যাব, কিন্তু সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। নির্বাচনের মাঠকে উঁচু-নিচু রাখা চলবে না। এক্ষেত্রে কমিশনকে তাদের শতভাগ ক্ষমতা প্রয়োগ করতে হবে। নাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না।

বি. চৌধুরী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন কমিশন এখন আপনার অধীনে, আপনি কমিশনকে সঠিক নির্দেশনা দেবেন। আমি আশা করি সেজন্য আপনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। সংবাদপত্রকে পূর্ণ স্বাধীন করে দেওয়ার আহ্বান জানিয়ে বি. চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের সাংবাদিকরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close