চট্টগ্রাম ব্যুরো

  ১১ নভেম্বর, ২০১৮

ফুটবলকে এগিয়ে নিতে মেয়র নাছিরের উদ্যোগ

পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) সভাপতি ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল শনিবার নগরের এমএ আজিজ স্টেডিয়ামে বিডিডিএফএ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিডিডিএফএ অনূর্ধ্ব ২০ ফুটবল খেলোয়াড় বাছাই নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেয়র নাছির বলেন, ‘আমরা ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। ফুটবলের মাদার সংগঠন হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্বাভাবিক কারণে তাই ফেডারেশনের প্রতি আমাদের প্রত্যাশা বেশি। কিন্তু ব্যক্তিপর্যায়েও আমাদের দায়িত্ব আছে। সে দায়িত্ববোধ থেকেই আমরা অ্যাসোসিয়েশন গঠন করেছি। কারো আলোচনা-সমালোচনা আমাদের কাজ নয়। ফুটবলের উন্নয়নেই আমরা কাজ করতে চাই। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close