চট্টগ্রাম ব্যুরো

  ০৭ নভেম্বর, ২০১৮

কানাডার প্রযুক্তিগত সহায়তা চান চট্টগ্রাম চেম্বার সভাপতি

বাংলাদেশের বিশাল মানবসম্পদকে দক্ষ করে তুলতে কানাডা সরকারের প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। মঙ্গলবার দুপুরে নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডা হাইকমিশনের কাউন্সিলর (কমার্শিয়াল অ্যাফেয়ার্স) অ্যান্ড সিনিয়র ট্রেড কমিশনার করিন পেটরিসরের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম কানাডা বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান আমদানিকারক দেশ উল্লেখ করে এ দেশের রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন এবং ফার্মাসিউটিক্যালস, সিরামিক্স, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মৎস্য, হস্তশিল্প, প্লাস্টিক ও ফার্নিচার ইত্যাদি পণ্যের আমদানি বৃদ্ধিতে কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া বৈদেশিক বিনিয়োগে বর্তমান সরকার কর্তৃক প্রদত্ত সুবিধাগুলো কাজে লাগিয়ে দেশের নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চল বিশেষ করে মিরসরাই ও আনোয়ারায় শিল্প স্থাপনের আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি। অন্যদিকে কমার্শিয়াল কাউন্সিলর করিন পেটরিসর বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন বেশ লক্ষণীয় এবং দুই দেশের মাঝে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ককে আরো দৃঢ়করণের লক্ষ্যে কাজ করছেন বলে অবহিত করেন। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ এবং চেম্বার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পারমানেন্ট এক্সিভিশন হল পরিদর্শন করেন কমার্শিয়াল কাউন্সিলর। মতবিনিময়ের আগে করিন পেটরিসর চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close