নিজস্ব প্রতিবেদক

  ০২ নভেম্বর, ২০১৮

বহুমাত্রিক লেখক

সালাম সালেহ উদ্দীনের জন্মদিন আজ

আজ কবি, কথাসাহিত্যিক সাংবাদিক ও বহুমাত্রিক লেখক সালাম সালেহ উদদীনের ৫৩তম জন্ম দিন। তিনি ১৯৬৫ সালের ২ নভেম্বর ঢাকা জেলার দোহারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ভাষা ও সাহিত্যে অনার্সসহ মাস্টার্স করেন। আশির দশকের শেষের দিকে তিনি সাপ্তাহিক মূলধারার মাধ্যমে ছাত্রাবস্থায় সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দৈনিক আজকের কাগজের সহকারী সম্পাদক (সম্পাদকীয় বিভাগের প্রধান ও সাহিত্য সম্পাদক) হিসেবে দেড় দশক কর্মরত ছিলেন। ২০০৮ সাল থেকে একই পদে ও দায়িত্বে তিনি দৈনিক যায়যায় দিনে কর্মরত আছেন।

বহুমাত্রিক লেখক তিনি। লিখেছেনÑ কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কলাম, শিশুতোষ, অমৃত কথা ও নারীবিষয়ক লেখা। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ৫০টি। উল্লেখযোগ্য গ্রন্থÑ গল্প : অদূরবর্তী কেউ, প্রার্থনার দুই পর্ব, শীতে ও অন্ধকারে আমরা, এভাবেই রাত এভাবেই দিন, নারী ও ছায়াবৃক্ষ, সেরা গল্প, শ্রেষ্ঠ গল্প, নির্বাচিত গল্প ও শত গল্প। উপন্যাস- ছায়াশরীর, জন্মদৌড়, নারীর বিপরীতে এক জীবন, নগরবালা, পাখির জীবনে ফেরা, নির্বাচিত উপন্যাস, সেরা উপন্যাস। আত্মজৈবনিক উপন্যাস- ঝরা পাতার জীবন (প্রথম ও দ্বিতীয় খন্ড)। প্রবন্ধ- বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ব্যক্তি ও সাহিত্য, নারী স্বাধীনতা নারীর অধীনতা, সংগ্রাম আর সংকটের দিনলিপি। বাণী- প্রবচন- অমৃতকথা, ১০০০ অমৃত কথা। তিনি শিল্প সাহিত্যের কাগজ ত্রৈমাসিক অরুন্ধতী ৩০ বছর ধরে সম্পাদনা করে আসছেন। এ ছাড়াও অরুণিমা ও শেষদশক নামে আরো দুটি পত্রিকা সম্পাদনা করেছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন গুণীজন পদক-২০০০, কবি কাদের নওয়াজ স্বর্ণপদক-২০০৩, মার্চ সম্মাননা ২০১২, দাগ সাহিত্য পুরস্কার ২০১৬।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close