reporterঅনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর, ২০১৮

মিরপুরে জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপিত

‘টেকসই উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন অর্জনের লক্ষ্যে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮’ উদ্যাপিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে ও ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় সম্প্রতি মিরপুুরের ‘অ্যাড্রেসিংওয়াশ ক্রাইসিস ইন লো-ইনকামস্যাটেলমেন্ট অব গার্মেন্ট ওয়ার্কার্স ইন মিরপুর’ ঢাকা প্রকল্পের অধীনে কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় স্যানিটেশন অক্টোবর মাস-২০১৮ উদ্যাপিত হয়।

কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ উদ্দিন মাদবরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মো. মোস্তফা কামাল, সিডিও, সাবিনা ইয়াসমিন, সিএম, ইএসডিও, মিরপুর এবং এসএমসি সদস্য মোসা. ফরিদা আক্তার, নুরউদ্দিন ও হাজী মনির হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close