মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০১৮

মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর পাড়ে পাকা সড়ক যোগাযোগে নতুন দিগন্ত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর পাড় ঘেঁষে সম্পূর্ণ নতুন একটি পাকা রাস্তা নির্মিত হয়েছে। উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ভেতর দিয়ে ডাকাতিয়া নদীর পাড়ে ৬২০ মিটার রাস্তা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। রাস্তাটি লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। এই রাস্তাটি করে দেওয়ায় যোগাযোগে সৃষ্টি হয়েছে এক নতুন দিগন্ত। এই দুই ইউনিয়নের শ শ মানুষ সহজেই যেকোনো স্থানে যেতে তাদের অল্প সময় লাগে। বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপির আন্তরিকতায় দুর্গাপুর গ্রামের ভেতরে এই রাস্তাটি করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার জানান, ডাকাতিয়া নদীর পাড়ে নতুন রাস্তাটি করার জন্য মোঃ তাজুল ইসলাম এমপি পরিকল্পনা গ্রহণ করেন। এমপি মহোদয়ের পরিকল্পনা অনুযায়ী, আমরা কাজ শুরু করি। নদীর পাড়ে গার্ডওয়াল নির্মাণ করে রাস্তাটি উঁচু করার পর কার্পেটিং করা হয়েছে। রাস্তাটির মাঝে একটা কালভার্ট রয়েছে। রাস্তাটি খুবই সুন্দর হয়েছে। দুর্গাপুর গ্রামের ভেতরে ডাকাতিয়া নদীর পাড় ঘেঁষে একটি নতুন পাকা সড়ক করে দেওয়ায় স্থানীয় এলাকাবাসী মোঃ তাজুল ইসলাম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close