বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ০১ নভেম্বর, ২০১৮

রাজশাহীর সমাবেশে তপু

খালেদাকে কারাগারে রেখে সংলাপ-নির্বাচন সফল হবে না

রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাড. তোফাজ্জল হোসেন তপু বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ বা নির্বাচন কোনোটাই ফলপ্রসূ হবে না। তার সাজা বাড়ানো গণতান্ত্রিক কোনো কার্যক্রমের প্রতিফলন ঘটায় না। দেশে এখন বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই।’

জিয়া চ্যারিটেবল এবং অরফানেজ ট্রাস্ট মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার বিকেল ৪টায় নগরীর অলোকার মোড়ে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্টু, সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সামিউল ইসলাম মুন, মহানগর যুগ্ম সম্পাদক মামুন-অর রশিদ, জেলা যুগ্ম সম্পাদক ডি এম জিয়াউর রহমান, রায়হানুল আলম, ওয়াদুদ হাসান পিন্টু, তাজমুল তান টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক তোফায়েল হোসেন রাজু, সহ দফতর সম্পাদক শামসুজ্জামান বাদশা, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন, পুঠিয়া বিএনপির সভাপতি আমিনুল হক মিন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম সাকলায়েন, সাধারণ সম্পাদক ইমাম হাসান ফারুক সুমন, পবা আহ্বায়ক শাজাহান আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close