বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ৩১ অক্টোবর, ২০১৮

প্রথম শহীদ মিনার পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনারটি নির্মিত হয়েছিল। দেশের প্রথম শহীদ মিনার হিসেবে এটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি রাজশাহীর ভাষাসৈনিকদের। এই দাবির পরিপ্রেক্ষিতে ওই শহীদ মিনারের নতুনভাবে নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ মুসলিস ছাত্রাবাস চত্বরে তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক নুরুল ইসলাম তুষারসহ রাজশাহী কলেজের শিক্ষক-ছাত্ররা। উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করার খবর রাজশাহীতে আসে সন্ধ্যায়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এ খবরে সোচ্চার হয়ে ওঠেন রাজশাহীর ছাত্র-জনতা। ওই রাতেই রাজশাহী কলেজের এ ব্লকের আবাসিক শিক্ষার্থী গোলাম আরিফ টিপুর কক্ষে সভা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় শহীদদের সম্মানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের। ওই রাত সাড়ে ৯টায় শুরু হয় নির্মাণকাজ। হোস্টেল নির্মাণের জন্য ইট-কাঠ ও কাদামাটি মিশিয়ে রাত ১২টার মধ্যে নির্মিত হলো দেশের প্রথম শহীদ মিনার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close