নিজস্ব প্রতিবেদক

  ২৮ অক্টোবর, ২০১৮

পোস্তগোলায় হামলা-সংঘর্ষ

পুলিশের ওপর হামলায় মামলা তদন্ত কমিটি

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করার দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এদিকে নিহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। তিনি আরো বলেন, ময়নাতদন্তের পর নিহত শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বর্তমানে বরিশালের পথে রয়েছেন। ফেরার পর নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close