নিজস্ব প্রতিবেদক

  ২৬ অক্টোবর, ২০১৮

বিএনপিতে ফিরলেন সংস্কারপন্থী ১২ নেতা

সংস্কারপন্থী নেতারা দলে ফিরে আসার পর প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ১/১১ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ছেড়ে যাওয়া ১২ নেতা দলে ফিরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা দলে ফিরে আসেন। বিএনপির দফতর থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব সংস্কারপন্থী বিএনপিতে ফিরে এসেছেন তারা হলেন সাবেক মন্ত্রী আলমগীর কবির, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুর রহমান, আবু হেনা, জি এম সিরাজ, সরদার সাখাওয়াত হোসেন বকুল, নজির হোসেন, ডা. জিয়াউল হক, আতাউর রহমান আঙ্গুর, ইলেন ভুট্টো, শফিকুল ইসলাম তালুকদার, শহিদুল আলম তালুকদার ও জহির উদ্দিন স্বপন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈঠকে চলমান জাতীয় সংকট, খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ সব নির্যাতিত নেতাকর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার ও জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। কালবিলম্ব না করে সবাইকে পূর্ণমাত্রায় সক্রিয় হয়ে দলকে শক্তিশালী করে সব কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানান মির্জা ফখরুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close