সিলেট প্রতিনিধি

  ২৬ অক্টোবর, ২০১৮

ড. কামালের বক্তব্য ‘টোটালি রাবিশ’ অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া : অর্থমন্ত্রী

সিলেটে অনুষ্ঠিত প্রথম জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের বক্তব্যকে ‘টোটালি রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই জনসভায় ড. কামালের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। তিনি ঐক্যফ্রন্টকে ‘ইউজলেস’ বলেও উল্লেখ করেন। গত বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। এতে ড. কামাল হোসেন বক্তব্য দেন। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীর বলেন, ‘আই হ্যাভ অনলি ওয়ান কমেন্ট ফর দিস, টোটালি রাবিশ।’ গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরের কিনব্রিজ এলাকায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে সুরমা নদীর ওপর হাঁটার রাস্তা (রেটেইনিং ওয়াল, ওয়াকওয়ে) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রভাব ফেলবে কী না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই আগামী নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রভাব ফেলবে। যেহেতু বিরোধীদলের (বিএনপি) সঙ্গে জোট করেছে। কিন্তু তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। জিতবে নৌকা। কারণ প্রমাণ হয়ে গেছে তারা ইউজলেস।’ জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন, জয় বাংলা স্লোগান এবং সাত দফা দাবির বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অর্থমন্ত্রী বলেন, তারা ‘ভোগাস মুনাফিক’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close