সংসদ প্রতিবেদক

  ২৩ অক্টোবর, ২০১৮

সংসদে মন্ত্রী মায়া

রাজধানীতে ভূমিকম্পের প্রাক-প্রস্তুতি অপ্রতুল

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, ঢাকা শহরের ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতায় প্রাক-প্রস্তুতি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারদলীয় এমপি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ভূমিকম্প উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য প্রায় ৬৩ কোটি টাকার ফর্ক লিফট, পাইলট ট্রান্সপোর্টার, এক্সভেটর, হুইল ডোজার, ক্রেইন, মোবাইল লাইট ইউনিট ইত্যাদিসহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি ক্রয়পূর্বক সংশ্লিষ্ট ব্যবহারকারী সংস্থা সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, সিটি করপোরেশন, কোস্টগার্ড ইত্যাদির কাছে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close