সিলেট ব্যুরো

  ২২ অক্টোবর, ২০১৮

সিলেটে সমাবেশের অনুমতি পেল জাতীয় ঐক্যফ্রন্ট

সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন সরকারবিরোধী এই জোট বুধবার সিলেটে সমাবেশের মধ্য দিয়েই তাদের রাজপথের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। গতকাল রোববার বিকেলে সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি জানান, রোববার বিকেলে মহানগর পুলিশ কার্যালয়ে যোগাযোগ করলে এক পুলিশ কর্মকর্তা তাকে অনুমতির বিষয়টা নিশ্চিত করেন।

মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জাতীয় ঐক্যজোটের সমাবেশের অনুমতি চেয়ে আবেদন দুই দফা ফিরিয়ে দেয় পুলিশ। প্রথমে ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রি মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যজোট। ওইদিন অনুমতি না পেয়ে পরদিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়। সে আবেদনও নাকচ করে পুলিশ।

এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। আজ সোমবার এই রিটের শুনানির তারিখ ধার্য করেছিলেন আদালত। তবে তার আগেই সমাবেশের অনুমতি পাওয়ার কথা জানাল ঐক্যফ্রন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close