রাজবাড়ী প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০১৮

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত

রাজবাড়ীর জামালপুর রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিন নসিমনযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টায় উপজেলার জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর লেভেলক্রসিংয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার বাগুটিয়া গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২০), শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২) ও তুলসীবরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২২)।

তারা সবাই বালিয়াকান্দি উপজেলার মধুখালীর রাজ্জাক জুট মিলের শ্রমিক। তারা কারখানায় কাজ করে বালিয়াকান্দির বাড়ি ফিরছিলেন। বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, নসিমনটি কমপক্ষে ১২ জন যাত্রী নিয়ে মধুখালী থেকে বালিয়াকান্দি যাচ্ছিল। জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর লেভেলক্রসিং অতিক্রম করার সময় রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ছাড়া এ দুর্ঘটনায় আরো অন্তত নয়জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close