reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০১৮

শোক সংবাদ

রিয়ার এডমিরাল এম এইচ খাঁনের ইন্তেকাল

নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল এম এইচ খাঁন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ৫ টা ৩০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই নাতি রেখে গেছেন।

এম এইচ খাঁন ১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দোহার থানার নুরপুর গ্রামে সম্ভ্রান্ত খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি ১৯৬৩ সালে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর হেড কোয়ার্টারে স্টাফ অফিসার হিসেবে যোগদান করেন। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী নৌবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ‘নৌবাহিনী প্রধান’ হিসেবে দায়িত্ব পালন করেন। তার নামাজে জানাজা আগামী কাল সোমবার নৌঘাঁটি হাজী মহসিনে (প্রথম), ডিওএইচএস মহাখালী (দ্বিতীয়) এবং বাংলামোটর নিজস্ব ভবন ‘এম এইচ কে টার্মিনাল’ এ হবে। এরপর তাকে বাংলামোটরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close