রাজশাহী অফিস

  ০৮ অক্টোবর, ২০১৮

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ আটক এক

রাজশাহীতে বিপুল পরিমান অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৫ এর একটি দল রাজশাহী নগরীর সপুরা বিসিক শিল্প নগরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্রের চালান উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার হয় অস্ত্র ব্যবসায়ী ইমরান আলী (৪৫)। তার কাছ থেকে ৬টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগজিন ও ৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ধোবড়া গ্রামের আল আমিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, ইমরান আর্ন্তজাতিক অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। পথে অস্ত্রগুলো নিয়ে রাজশাহীর সপুরা এলাকার গার্ডেন ভিউ নামের তার এক আত্মীয়র বাড়িতে উঠে। সেখান থেকে রাতে তার ঢাকার উদেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের চালানসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close