নিজস্ব প্রতিবেদক

  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

হাজারীবাগে ফ্ল্যাট থেকে ২ শিশুগৃহকর্মী উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি ফ্ল্যাট থেকে দুই শিশুগৃহকর্মী পালানোর সময় উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়েছে পুলিশ। এই দুই শিশুগৃহকর্মীর নাম ফাহিমা (১০) ও রুবি (১০)। গতকাল শুক্রবার সকালে হাজারীবাগ টালি অফিস রোডের ২৯৫/এ/১, জরিনা সিকদার অ্যাপার্টমেন্টের ৮ নম্বর ভবনের পাঁচতলায় ইফফাত জাবিন চৌধুরীর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। শিশু দুইটি পাঁচতলার ফ্ল্যাটের বারান্দার রেলিং ঝুলে চতুর্থতলা ও পর্যায়ক্রমে দোতলার ফ্ল্যাটের বারান্দায় চলে আসে। পরে আশেপাশের মানুষ দৃশ্যটি দেখে চিৎকার করতে থাকেন। দোতলার ফ্ল্যাটের বারান্দার রেলিং থেকে তাদের উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার এসআই ফেরদৌস মিয়া জানান, গতকাল শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। উদ্ধার করা শিশু রুবির বাবার নাম জয়নাল, বাড়ি ময়মনসিংহের গৌরিপুরে। ফাহিমার বাবার নাম আবদুর রফিক। বাড়ি কুমিল্লার চান্দিনায়। শিশু দুটির বাসায় খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় এসে তাদের নিয়ে যাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close