জাবি প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

‘নির্বাচনে না এসে বিএনপির আর বিকল্প নেই’

নির্বাচনে না এসে বিএনপির বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে আমরা কামনা করি। নির্বাচনে না এসে তাদের জন্য বিকল্প কোনো পথ নেই। নির্বাচনে না আসার অর্থ রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাওয়া। তাদের রেজিস্ট্রেশন থাকবে না এবং রাজনীতি করার এখতিয়ার থাকবে না। আমরা আশা করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে অনুষ্ঠিত লোক প্রশাসন বিভাগের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, ‘এবার জনগণের ম্যান্ডেড নিয়ে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছে তারা এদেশের দ্বিতীয় স্তরের নাগরিক থাকবে। তারা কোনো সরকারি চাকরি করতে পারবে না এবং কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না সেই আইন প্রণয়নের জন্য আমরা আগামী ডিসেম্বরে নির্বাচনে জনগণের ম্যান্ডেড চাইব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close