চট্টগ্রাম ব্যুরো

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

ইউজিসি স্বর্ণপদক পাওয়ায় চবি উপাচার্যকে সংবর্ধনা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বর্ণপদক লাভ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত সোমবার রাতে নগরের একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, কলা ও মানবিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা। অনুষ্ঠানে উপাচার্যকে ডিনদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তার রচিত গবেষণামূলক গ্রন্থ ‘দলিত ও জাতি-বর্ণ বৈষম্য : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের জন্য গত ১১ সেপ্টেম্বর ইউজিসি স্বর্ণপদক পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close