সংসদ প্রতিবেদক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

সংসদে পানিসম্পদ প্রতিমন্ত্রী

নদী রক্ষায় ৩ লাখ কোটি টাকার নতুন ৮০ প্রকল্প

সরকার বন্যা, খরা, নদী খনন, নদী ভাঙন নিয়ন্ত্রণ, নদীর পলি ব্যবস্থাপনায় পানিসম্পদ মন্ত্রণালয় এক মহাপরিকল্পনার মাধ্যমে নতুন ৮০টি প্রকল্প বাস্তবায়ন করবে। ২০৩০ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নে মোট ২ লাখ ৯৭ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হবে। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পানি ও খাদ্যের নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই জলবায়ু নিশ্চিত করতে বাংলাদেশে ‘বদ্বীপ পরিকল্পনা ২১০০’ গ্রহণ করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই মহাপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। বন্যার ঝুঁকি কমাতে নদী ও পানি প্রবাহের জন্য পর্যাপ্ত পরিমাণে মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মহাপরিকল্পনায় ৮০টি প্রকল্পের মধ্যে ৬৫টি ভৌত অবকাঠামো এবং ১৫টি প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণা সংক্রান্ত।

প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের অধীন প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৫৮ বছরে ১১০ লাখ হেক্টর বন্যামুক্ত ও নিষ্কাশন এলাকার মধ্যে প্রায় ৬০ দশমিক ৪০ লাখ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের মাধ্যমে সেচ সুবিধার আওতায় আনা হয়েছে।

সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মহাপরিকল্পনার আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সক্ষমতা বৃদ্ধিতে ৩ হাজার ২৮০টি পদে সরাসরি নিয়োগ প্রদায়ন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close