জাবি প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

জাবিতে অনলাইনে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আজ রোববার অনলাইন আবেদন শেষ হচ্ছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি পরিশোধ করা যাবে। এ পর্যন্ত (শুক্রবার রাত সাড়ে ৮টা) প্রায় ৩ লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর আগে গত ১৭ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হয়। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য (িি.িলঁ-ধফসরংংরড়হ.ড়ৎম) ওয়েবসাইটে পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close