হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

হাটহাজারীতে টর্নেডো

মুরগির খামার ও সাত পরিবার ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল শনিবার দুপুরে হঠাৎ শুরু হওয়া টর্নেডোর আঘাতে একটি মুরগির খামারসহ সাত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ দক্ষিণ পাড়ায় আইয়ুব সওদাগরের মুরগির খামার ও স্থানীয় আরিফ কলোনির সাতটি ঘরের চালা মুহূর্তেই উড়িয়ে নিয়ে যায়। টর্নেডোর আঘাতে শফিউল আলমের স্ত্রী বিবি জয়নাব (৩০) আহত হয়েছেন। এতে প্রায় তিন লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

শিকারপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান মো. লোকমান হাকিম ও মেম্বর ওসমান গনি জানান, গতকাল শনিবার বেলা ১টা ১৫ মিনিটে হঠাৎ টর্নেডো শুরু হয়। এর স্থায়িত্বকাল ছিল তিন থেকে চার মিনিট। এর মধ্যেই আইয়ুব সওদাগরের মুরগির খামার ও আরিফ কলোনির সাতটি ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। চালাগুলো কলোনি এলাকা থেকে প্রায় এক শ গজ দূরে নিয়ে ফেলে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close