নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

সিদ্ধিরগঞ্জে ২০ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ৩টায় সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ওসি আব্দুস সাত্তার টিটু গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানায়। গ্রেফতাররা হলেন, চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানার বহদ্দার হাটের ফরিদাপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. সোহেল চৌধুরী, কক্সবাজার জেলার টেকনাফ থানার দেলপাড়া এলাকার মো. আছর আলীর ছেলে মো. রহিম মোল্লা ও ঢাকা জেলার নবাবগঞ্জ থানার গালিমপুর শাহবাদ এলাকার মৃত আজম শাহের ছেলে এবং ঢাকা মহানগীরর মোহাম্মদপুর থানার আজিজ মহল্লার ভাড়াটিয়া মো. আরব শাহ।

সংবাদ সম্মেলনে ওসি আবদুস সাত্তার টিটু জানায়, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে জানতে পারেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ার (সাইনবোর্ড) এলাকার শিমরাইলগামী দি সান ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে মাদক পাচারকারীরা মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছেন। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে গ্রেফতারকৃত মো. সোহেল চৌধুরীর কোমরের লুঙ্গির নিচে গামছা দিয়ে প্যাঁচানো ৫০টি জিপারে ১০ হাজার পিস ইয়াবা, মো. রহিম মোল্লার কোমরের নিচে গামছায় প্যাঁচানো ৩৭টি জিপারে ৭ হাজার ৪০০ পিস, মো. আরব শাহের পরিহিত প্যান্টের ডান পকেটে তিনটি জিপারে ৬০০ পিস এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ট্রাকের চালকের সিটের নিচে অভিনব কায়দায় রক্ষিত ১০টি জিপারে ২ হাজার পিসসহ সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close