চট্টগ্রাম ব্যুরো

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

মানবসম্পদ উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী জাপান

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে আগের চেয়ে আরও বেশী সহায়তা দিতে জাপান আগ্রহী বলে জানিয়েছেন দ্য অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবল পার্টনারশিপস (এওটিএস) এর প্রেসিডেন্ট শিনিয়া কুওয়াইয়ামা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এওটিএস হচ্ছে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) সহায়তায় পরিচালিত শক্তিশালী একটি সংগঠন। দেশের নির্বাচিত উদ্যোক্তা ও পেশাজীবীদের জাপানে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে এওটিএস।

এওটিএস এর কাছ থেকে বিদেশী কারিগরি বৃত্তি কর্মসূচির আওতায় প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে গঠন করা হয়েছে চট্টগ্রাম এওটিএস অ্যালামনাই সোসাইটি। সংগঠনটির ৩০ বছর পূতি উপলক্ষে চট্টগ্রামের পেনিনসুলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এওটিএস প্রেসিডেন্ট শিনিয়া কুওয়াইয়ামা বলেন, ১৯৫৯ সাল থেকে বাংলাদেশের মতো অগ্রসরমান দেশগুলোর প্রশিক্ষণার্থীদের বৃত্তি দিয়ে আসছে এওটিএস। এখন পর্যন্ত প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে চার হাজারের বেশী বাংলাদেশী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশের তৈরি পোশাক, ওষুধ, নির্মাণ, সেবা ইত্যাদি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে আরও বেশী পরিমাণ সহায়তা দিতে জাপান আগ্রহী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close