আশুলিয়া প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বিনামূল্যে প্রশিক্ষণ নিলেই সনদ এবং চাকরি নিশ্চিত

সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে সনদ এবং নিশ্চিত চাকরি প্রদান করছে বেসরকারি এনজিও ব্র্যাক। এ উপলক্ষে মঙ্গলবার দুপরে সাভার থানা রোডে অবস্থিত মামুন পার্টি প্যালেস প্রশিক্ষিত শ্রমিকদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে চাকরি প্রদানের জন্য চাকরি মেলার আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক দক্ষ উন্নয়ন প্রকল্প এবং ব্র্যাক শহর উন্নয়ন প্রোগ্রামের সহযোগিতায় ঢাকা শহরের বস্তিতে বসবাসরত গার্মেন্টস শ্রমিকদের ক্ষমতায় প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত শ্রমিকদের বিভিন্ন গার্মেন্টস কারখানায় চাকরি দেওয়া হয়। আয়োজিত চাকরি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ আবদুল গণি এবংবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবদুল গণি বলেন, ঢাকার পার্শ্ববর্তী সাভার একটি শিল্প এলাকা হওয়ায় এখানে প্রশিক্ষিত শ্রমিকদের অনেক চাহিদা রয়েছে। তাই ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করলে চাকরির অভাব হবে না। কারণ ব্র্যাক চাকরির নিশ্চয়তা দিয়েই হাতে-কলমে তিন মাস প্রশিক্ষণ করিয়ে থাকে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে দক্ষ জনশক্তি তৈরির জন্য সঠিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সনদ ও চাকরি নিশ্চিতে কাজ করায় ব্র্যাকের এ কার্যক্রমের সাফল্য এবং মঙ্গলকামনা করেন। আয়োজিত চাকরির মেলায় ১০টি প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিকদের হাতে কলমে দক্ষতা যাচাই করে প্রশিক্ষিত শ্রমিকদের চাকরি প্রদান করেন। তৈরি পোশাক কারখানা স্ট্যান্ডার্ড গ্রুপের মানবসম্পদ ব্যাবস্থাপক এস এম আশরাফুল ইসলাম বলেন, ঢাকা এবং আশপাশের এলাকায় আমাদের কোম্পানির ৩৫টি তৈরি পোশাক কারখানায় প্রায় ৫০ হাজারের অধিক শ্রমিক কাজ করে থাকে। প্রতি মাসে এসব কারখানায় আমাদেরকে নতুন নতুন শ্রমিক নিয়োগ করতে হয়। সে ক্ষেত্রে ব্র্যাকের মাধ্যমে প্রশিক্ষিত শ্রমিকদের নিতে পেরে আমরাও উপকৃত হব। প্রশিক্ষিত শ্রমিক আরজিনা বেগম চাকরি পেয়ে বলেন, আমার স্বামীও একজন গার্মেন্টস শ্রমিক। কিন্তু তার সামান্য উপার্জনে আমাদের দুটি সন্তান নিয়ে চলতে সমস্য হয় । তাই আমিও ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে স্বামীর সঙ্গে কাখানায় কাজ করতে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন দেখছি। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিয়াউর রহমান, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন, ব্র্যাক উন্নয়ন কর্মসূচির পরিচালক রেজভিনা পারভিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close