মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল : মোঃ তাজুল ইসলাম এমপি

বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশজুড়ে উন্নয়নের যে ধারা সূচনা করেছে, তাতে আপামর জনগণ জননেত্রী শেখ হাসিনা ও নৌকার ওপর আস্থাশীল হয়ে উঠেছে। মানুষ বুঝে গেছে উন্নয়ন মানেই নৌকা, উন্নয়ন মানেই আওয়ামী লীগ। গত শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ও নরপাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, চারদিকে দিকে তাকালেই বোঝা যায় এ সরকার দেশকে কতটা এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা মধ্য সারির দেশে পরিণত হয়েছি। নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছি। দেশের অগ্রগতি সমৃদ্ধি দেখে কিছু রাজনৈতিক দল দেশকে পেছনে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সজাগ থেকে ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শুক্রবার সকালে নরপাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. তাজুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, শ্রমবিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অহিদ উল্লাহ মজুমদার, চেয়ারম্যান আলী আহম্মদ, নিজাম উদ্দিন শামীম, নরপাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ডা. মনির হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ আলমসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন খান।

অন্যদিকে, শুক্রবার বিকেলে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীন, নিজাম উদ্দিন শামীম, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য বি এম রিয়াজ উদ্দিন, মোজাম্মেল হোসেন, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খানসহ মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close