সংসদ প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

সংসদে আইনমন্ত্রী

দেশে বিশ্বমানের আধুনিক ডিজিটাল ম্যাপিং সিস্টেম চালু করা হয়েছে

বাংলাদেশ জরিপ অধিদফতরের পুরাতন এনালগ ম্যাপিং সিস্টেম পরিবর্তন করে বিশ্বমানের আধুনিক ডিজিটাল ম্যাপিং সিস্টেম চালু করা হয়েছে। অধিদফতরের জনবলকে দেশে-বিদেশে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডিজিটাল ম্যাপ প্রণয়নের জন্য দক্ষ করে তোলা হয়েছে। মিরপুরের ধামালকোটে বাংলাদেশ জরিপ অধিদফতরের অফিস ভবনে ডিজিটাল ফটোগ্রামেট্রি, জিআইএস এবং ডিজিটাল কার্টোগ্রাফি ল্যাবসংবলিত আধুনিক ম্যাপিং সেন্টার স্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ তথ্য জানান।

মন্ত্রী আরো জানান, ডিজিটাল ম্যাপ প্রণয়নের জন্য আকাশ-আলোকচিত্র ধারণ, সার্ভার, ওয়ার্কস্টেশন, সফটওয়্যার, প্রিন্টিং প্রেস স্থাপন ইত্যাদি কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জরিপ অধিদফতরের সব ম্যাপ ভূ-উপাত্ত ও জিআইএস ডাটা ডিজিটাল পদ্ধতিতে প্রণয়ন করে সংরক্ষণ করা হচ্ছে। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির বিভিন্ন কাজে বিশেষ করে যে কোনো প্রকল্পভিত্তিক কাজের জন্য চাহিদাকৃত ভূ-উপাত্ত/ডিজিটাল ম্যাপ হার্ডকপি/সফটকপি সরকারি গেজেট দ্বারা নির্ধারিত মূল্যে সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে ডিজিটাল ম্যাপিং সেন্টারে স্থাপিত ওয়েবসার্ভার হতে অনলাইনের মাধ্যমে ম্যাপ/ভূ-উপাত্তের ডিজিটাল সফটকপি বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে বিকাশ/রকেট/শিওরক্যাশ-এর মাধ্যমে ব্যবহারকারীরা সংগ্রহ করতে পারছেন। এই পদ্ধতিতে তথ্য-উপাত্ত সরবরাহ করার ফলে দেশের বিভিন্ন কাজের পরিকল্পনা প্রণয়ন ও কার্যসম্পাদন সহজতর হয়েছে এবং কাজের গতিশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে। অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, মিয়ানমার থেকে অর্জিত বঙ্গোপসাগরে বিশাল সমুদ্রসীমা অর্জিত হয়েছে। এই বিশাল সমুদ্রসীমায় জরিপ চালাতে বিশেষায়িত একটি জাহাজ প্রয়োজন।

ইতোমধ্যে এই জাহাজটি ক্রয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাজটি এলেই সমুদ্রসীমায় জরিপ কার্য পরিচালনা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close