নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বিদ্যুৎ বিভ্রাটে মুলতবি সংসদ অধিবেশন

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গতকাল মঙ্গলবার সংসদের বৈঠক শুরুর এক ঘণ্টার মধ্যেই মুলতবি করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত বৈঠক শুরুও হয় ১০ মিনিট পরে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জানিয়েছেন, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেওয়ার কারণেই এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।

সংসদ-সংশ্নিষ্টরা জানিয়েছেন, বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়ে সংসদে প্রধানমন্ত্রীর ব্লক ছাড়া অন্য ব্লকগুলোতে বিদ্যুৎ ছিল না। এমন পরিস্থিতিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার আগেই স্পিকারের আসনে বসেন ডেপুটি স্পিকার। সন্ধ্যা ৬টার দিকে তিনি অনিবার্য কারণের কথা উল্লেখ করে দিনের সব কার্যসূচি স্থগিত করেন এবং সংসদের বৈঠক মুলতবির ঘোষণা দেন। আজ বুধবার বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা। বিকাল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট হয়। অধিবেশন মুলতবি ঘোষণার পর অবশ্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close