রাজশাহী ব্যুরো

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

রাজশাহীতে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা

রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিকবিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। রাজশাহীর পুলিশ লাইনসে শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপির উপকমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা। বিশেষ অতিথি ছিলেন এসি (ট্রাফিক) মো. ইফতে খায়ের আলম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা। অনুষ্ঠানটি কর্মশালায় ট্রাফিকবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ট্রাফিক নিয়মকানুন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে মোটরসাইকেলে তিনজন আরোহণ না করা, হেলমেট ছাড়া গাড়ি না চালানো, অপ্রাপ্তবয়স্ক চালকের গাড়ি না চালানো, রাস্তা পারাপারের নিয়ম ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট মো. রাসেলুর রহমান। এদিকে, এসি ইফতে খায়ের আলম জানান, আরএমপি কমিশনার এ কে এম হাফিজ আক্তারের দিকনির্দেশনায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন ফিলিং স্টেশন এ হেলমেটবিহীন এবং তিনজন আরোহীর মোটরসাইকেলে জ্বালানি দেওয়া যাবে না সংক্রান্ত ব্যানার লাগানো হয়েছে এবং সেই সঙ্গে বিষয়টি সুনিশ্চিত করতে ফিলিং স্টেশন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

আরএমপির ট্রাফিক বিভাগ ও থানার অফিসার ইনচার্জরা বিষয়টি মনিটরিং করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close