জাবি প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

জাবিতে ডিএনএ বারকোডিং বিষয়ে কর্মশালা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দুই দিনব্যাপী ‘ডিএনএ বারকোডিং: ইউজ অব মলিকুলার টেকনিকস্ অ্যান্ড বায়োইনফরম্যাটিক্স’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।

কীটতত্ত্ববিদ প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রাণিবিদ্যা বিভাগের ডিএনএ ল্যাবরেটরি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ল্যাবরেটরিতে প্রায় ২০০ প্রজাতির কীটপতঙ্গের ডিএনএ বারকোডিং করা হয়েছে। এ ছাড়া এখানে বিলুপ্তপ্রায় কীটপতঙ্গ সংরক্ষণ করা হবে।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. গোলাম মোস্তফা, ভারতের মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেনতিল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আজ কর্মশালা শেষ হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close