খুলনা ব্যুরো

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের (দীঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় তাকে নির্বাচিত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২৬ আগস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শুধুমাত্র সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২৮ আগস্ট বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সাবেক কৃতী ফুটবলার সালাম মুর্শেদী বাংলাদেশ এপপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সভাপতি। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামে। গত ২৬ জুলাই এ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা এবং নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close