নিজস্ব প্রতিবেদক

  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

লামায় পাহাড় কাটার ঘটনায় মামলা, জরিমানা

বান্দরবানের লামা উপজেলায় ১৪ একর পাহাড় কাটার ঘটনা উদ্ঘাটিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপে পাহাড় কাটার বিরুদ্ধে কয়েক দিনের অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে পাহাড় কাটার জন্য ব্যবহৃত এক্সকাভেটর।

গতকাল সোমবার দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। দুদক জানিয়েছে, সংস্থার অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ আসার পর তাদের তত্ত্বাবধানে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অনবরত অভিযান পরিচালিত হয়। দুদকের এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বান্দরবান জেলা প্রশাসককে পরিবেশবিধ্বংসী এ তৎপরতা প্রতিহত করার কঠোর নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার থেকে অভিযান শুরু হয়। প্রথম দিন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের আওতায় পাহাড় কেটে ইটভাটা প্রস্তুতের অপরাধে ভাটার তিন মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পর দিন সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আবারও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে প্রায় ১৪ একর পাহাড় কাটার ঘটনা উদ্ঘাটন করে ঘটনাস্থল থেকে তিনটি এক্সকাভেটর ও ১ লাখ ইট জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close