মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০১৮

সরকারের সাফল্য ও জঙ্গিবাদ নিয়ে মনোহরগঞ্জে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে ও পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় আল জুলফিকার টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান শাহিন জিয়া, পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলীম উল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোমগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আল জুলফিকার টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক সুধীর চন্দ্র মল্ল বর্মন, বিশিষ্ট শিক্ষানুরাগী হেদায়েত উল্যাহ মিয়াজী, ঝলম দক্ষিণ ইউপি মেম্বার মফিজুর রহমান, পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ ও লৎসর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close