পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০১৮

পীরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবি করে সেই কমিটি বাতিলের দাবিতে টানা ৪ দিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকতার প্রতিশ্রুতিতে স্থগিত করা হয়েছে। জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১১টায় রায়পুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই দিনেই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। তারা ম্যানেজিং কমিটি বাতিল করা না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, পাঠদানে শিক্ষকদের অসহযোগিতাসহ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর ৪ দিন পর গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বর্তমান ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত রাখার পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close