রাজশাহী ব্যুরো

  ৩১ আগস্ট, ২০১৮

বেতার এখনো মানুষের হৃদয়ের কাছে আছে

রাজশাহীতে তথ্য সচিব

তথ্য সচিব আবদুল মালেক বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বাংলাদেশ বেতারের মাধ্যমে মানুষ খুব সহজেই প্রতিদিনের খবরাখবর জানতে পারে। গ্রাম-গঞ্জের মানুষের কাছে এটি এখনো খুব প্রিয়। গতকাল বৃহস্পতিবার তথ্য সচিব বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

তথ্য সচিব বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং ও ট্রাফিক আইন বিষয়ে সরকার যে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে তা বেতারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়। এ ছাড়াও স্বাস্থ্য সেবার উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় কি না নিয়ে বেতারের কর্মকর্তা কর্মকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) হাসান আখতারের সভাপতিত্বে মতবিনিময় সময় রাজশাহী জেলা প্রশাসক এস এম আবদুুল কাদের, বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী জিল্লুর রশিদ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close