আদালত প্রতিবেদক

  ৩০ আগস্ট, ২০১৮

মানহানির মামলা

খালেদাকে গ্রেফতারে পরোয়ানার আদেশ ২০ সেপ্টেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন।

নথি থেকে জানা যায়, গত ১৬ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশের তারিখ ঠিক করে দেন বিচারক। কিন্তু গতকাল আবার নতুন করে তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে ২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন এ বি সিদ্দিকী।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। খালেদা জিয়ার এসব বক্তব্যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মানহানি হয়েছে দাবি করে মামলাটি করেন এ বি সিদ্দিকী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close