বাগেরহাট প্রতিনিধি

  ২৯ আগস্ট, ২০১৮

হজে গিয়ে নিখোঁজ বাগেরহাটের আজিজার রহমান

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখনো নিখোঁজ রয়েছেন বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামের মো. আজিজার রহমান গোলদার। গত ২০ আগস্ট থেকে তার কোনো খোঁজ নেই বলে জানিয়েছেন তার জামাতা শাহ আলম শিপন।

নিখোঁজ আজিজারের পরিবারের সদস্যরা জানান, ২০ আগস্ট রাতে মিনা থেকে আজিজার হারিয়ে যান। ওই দিনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তার সফর সঙ্গীদের সঙ্গে কথা বলে জানতে পারেন মিনায় অবস্থানের সময় আজিজার রহমান বাথরুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি। দুই দিন ধরে অনেক খোঁজ করেও তাকে না পেয়ে সফর সঙ্গীরা মক্কায় চলে যান।

আজিজারের জামাতা শিপন জানান, এখন পর্যন্ত তার শ্বশুরের কোনো হদিস না পাওয়ায় তাদের পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বেঁচে আছেন কিনা তাও বলতে পারছেন না তারা। ৭৫ বছর বয়সী আজিজার রহমান বাংলাদেশ থেকে খুলনার লিমা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ১৪ আগস্ট পবিত্র হজ পালনে সৌদি আরবে যান।

এদিকে লিমা ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক (ম্যানেজার) বি এম আফির বলেন, নিখোঁজ আজিজার রহমানের খোঁজ চলছে। তার ব্যাপারে আমরা এরই মধ্যে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ট্রাভেলসে জানিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close